Technical Dada

টেকনোলজী এবার বাংলাতে

Ads Here

Thursday, 28 September 2017

SMS নাকি বম্ব ????

ধরুন আপনি একটা খুব দরকারি কাজ করছেন অথবা কোন মিটিং এ আছেন , বা ধরেই নিন স্কুলে বা কলেজে আছেন এমন সময় আপনার ফোনে sms এর পর sms আসা শুরু হয়ে গেলো । আপনার মনে হবে যে আপনার ফোনে sms এর বৃষ্টি শুরু হয়ে গেলো । যদি এই sms-গুলো কোন কোম্পানীর ভেরিফিকেশন কোড বা OTP হয় । তাহলে বুঝবেন যে আপনি আক্রান্ত হয়েছেন SMS Bomber দ্বারা । এটা ব্যবহার করে আপনি আপনার বন্ধুদেরকে জ্বালিয়ে খেয়ে যেতে পারেন ।





কি ভাবে এটা কাজ করে ?




এটা করা খুব-ই সহজ মানে একদম মাখন-এর মতো । Android ফোনের জন্য একটা অ্যাপ আছে । অ্যাপটি ডাউনলোড করে নিন । ইন্সটল করুন । তারপর তাতে যার মোবাইল নাম্বার-এ sms-BOMB দিতে চান তার নাম্বার-টা দিয়ে দিন, তার পর "Start Process"-এ ক্লিক করে দিন । ব্যস যার নাম্বার দিয়েছেন তার নাম্বার-এ বোমা ফাটল বলে আর কি ।
যখন মনে করবেন আনেক হয়েছে আর না তখন স্টপ করে দেবেন । যদি Bombing Complete দেখা যায় এবং আপনার মন ভরে নি তাহলে এবার Start করে দিন । অ্যাপটি ডাউনলোড করুন
সুবিধা :- কেউ আপনাকে ট্রেস করতে বা বুঝতে পারবে না যে কে আপনি ।
অসুবিধা :- এই অ্যাপ-টি রাত ১২-টা থেকে সকাল ৫-টা পর্যন্ত কাজ করে না ।


কিভাবে বাঁচবেন


আমি একজন Ethical Hacker , হ্যাকিং করি না মানুষকে হ্যাকিং-থেকে বাঁচানোর কাজ করি । এবং আপনি তখনই নিজেকে বাঁচাতে পারবেন যখন জানবেন অ্যাটাক কিভাবে হচ্ছে । মানে আপনাকে Ethical Hacker হতে গেলে খারাপ Hacker-রা কিভাবে কাজ করে জানতে হবে । তাহলে পার্থক্য কোথায় ? পার্থক্য হোল মানসিকতায় Black-Hat-Hacker-রা তাদের জ্ঞান মানুষের ক্ষতি বা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করে । আর Ethical Hacker/ White-Hat-Hacker-রা তাদের জ্ঞান মানুষকে বাঁচানোর জন্য ব্যবহার করে । তাই আমি আপনাদেরকে বলে দেব যে কিভাবে আপনি বাঁচবেন । Attacking এর মতো বাঁচা-টাও জলের মতো সোজা । তাই সোজা চলে যান এই লিঙ্কে এখানে আপনার নাম্বারটা দিয়ে Protection নিয়ে নিন । তাহলেই এই অ্যাপটা দিয়ে কেও আর আপনাকে জ্বালাতে পারবে না ।

No comments:

Post a Comment