আশা করি সবাই ভালোই আছেন । আজ আপনাদেরকে খুবই সহজ কিন্তু পাউয়ারফুল একটি Tricks শেখাবো ।
ভাবুন আপনার ফোনটা না ছুঁয়েই কেউ আপনার ফোন ফরম্যাট করে দিলো । অথবা ফোন লক করে দিলো , বা আপনার সঠিক অবস্থান জেনে নিলো ।
হ্যাঁ, এটা সম্ভব খুবই সহজ পদ্ধতিতে
কি কি লাগবে ?
1. আপনি যার ফোন রিমোটলি access করতে চান তার ফোনে আপনার Google id-টা log in করে দেন ।
2. ইন্টারনেট/ডেটা on থাকা দরকার ।
এই স্টেপগুলো করতে হবে
1. আপনার ফোনে এই লিংকটি ওপেন করুন।
Android Device Manager
2. এবার আপনাকে আপনার Google id-তে Log in করতে হবে। (যদি log in করাই থাকে তাহলে এই স্টেপটা Skip করুন)
3. এবার আপনাকে সেই সব ডিভাইস দেখাবে যে সব ডিভাইসে আপনার Google id লগ ইন আছে ।
যেমন নিচের Screenshot-এ দেখাচ্ছে যে রেডমি 3s ফোনের নাম show-করছে । কারন এই ডিভাইসে আমার Google id লগইন করা আছে ।

4. এবার আপনি কিছু option দেখতে পাবেন যেমন Play sound,Lock এবং Erase এবার আপনি এই option ব্যবহার করে রিং করাতে পারেন, লক করে দিতে পারেন এবং ফরম্যাট করে দিতে পারেন ।
এই পোষ্টটি সম্পুর্ন ভাবে শিক্ষামুলক উদ্দেশ্য নিয়ে পোষ্ট করলাম। এই পোষ্ট পড়ে আপনি নিজেকে সুরক্ষিত রাখুন । দয়া করে কেউ এটিকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না । যদি করে থাকেন তবে সেটা আইনের বিরুদ্ধে যাবে । আমি কোনও রকম বেআইনি কাজ কোনও ভাবেই সমর্থন করি না ।
ভাবুন আপনার ফোনটা না ছুঁয়েই কেউ আপনার ফোন ফরম্যাট করে দিলো । অথবা ফোন লক করে দিলো , বা আপনার সঠিক অবস্থান জেনে নিলো ।
হ্যাঁ, এটা সম্ভব খুবই সহজ পদ্ধতিতে
কি কি লাগবে ?
1. আপনি যার ফোন রিমোটলি access করতে চান তার ফোনে আপনার Google id-টা log in করে দেন ।
2. ইন্টারনেট/ডেটা on থাকা দরকার ।
চলুন শুরু করা যাক
এই স্টেপগুলো করতে হবে
1. আপনার ফোনে এই লিংকটি ওপেন করুন।
Android Device Manager
2. এবার আপনাকে আপনার Google id-তে Log in করতে হবে। (যদি log in করাই থাকে তাহলে এই স্টেপটা Skip করুন)
3. এবার আপনাকে সেই সব ডিভাইস দেখাবে যে সব ডিভাইসে আপনার Google id লগ ইন আছে ।
যেমন নিচের Screenshot-এ দেখাচ্ছে যে রেডমি 3s ফোনের নাম show-করছে । কারন এই ডিভাইসে আমার Google id লগইন করা আছে ।

4. এবার আপনি কিছু option দেখতে পাবেন যেমন Play sound,Lock এবং Erase এবার আপনি এই option ব্যবহার করে রিং করাতে পারেন, লক করে দিতে পারেন এবং ফরম্যাট করে দিতে পারেন ।
এই পোষ্টটি সম্পুর্ন ভাবে শিক্ষামুলক উদ্দেশ্য নিয়ে পোষ্ট করলাম। এই পোষ্ট পড়ে আপনি নিজেকে সুরক্ষিত রাখুন । দয়া করে কেউ এটিকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না । যদি করে থাকেন তবে সেটা আইনের বিরুদ্ধে যাবে । আমি কোনও রকম বেআইনি কাজ কোনও ভাবেই সমর্থন করি না ।
No comments:
Post a Comment