Technical Dada

টেকনোলজী এবার বাংলাতে

Ads Here

Tuesday, 29 August 2017

মোবাইলের যেকোনো প্রোগ্রামে ব‍্যাস্ত থাকা অবস্থাই কল আসলে, প্রোগ্রাম Close ছাড়াই কথা বলুন।

মোবাইলের কোন প্রোগ্রামএর কাজে ব্যাস্ত থাকা অবস্থাই যদি কোন কল আসলে, সেই প্রোগ্রাম টি অফ হয়ে যাই। এটা খুবই বিরক্তকার বিষয়, এই সমস্যার সমধান এর জন্য দিয়ে দারুন একটি অ্যাপ, এই এপের কারনে যেকোনো প্রোগ্রাম বা কাজে বাস্ত থাকলে, সেই প্রোগ্রামটি close হবে। তাহলে চলুন আর দেরি না করে এই অ্যাপের বিস্তারিত দেখা যাক।

 

অ্যাপটির নাম ও ডাউনলোড লিংক



অ্যাপটির নাম -Call Heads

ডাউনলোড করুনপ্লে স্টোর থেকে




এই অ্যাপটির সুবিধাগুলি হলো-


1.নেট ব্যবহার করার সময়, কল আসলে নেট বন্ধ হবে না।


গেম খেলার সময়, কল আসলে গেম খেলা যাবে, বন্ধ হবে না।


ফটো তোলার সময়, কল আসলে ফটো তলা যাবে।


আশা করি এপটি আপনাদের কাজে লাগবে, এবং উপকারে আসবে।

আজ তাহলে এই পর্যন্ত এবার দেখা হবে, সবাই ভাল থাকবেন।

No comments:

Post a Comment